৩৮ ফুটের কালী প্রতিমা বিসর্জন ঘিরে উন্মাদনা এলাকায় : ক্রেন এনে বিসর্জন প্রতিমার

27th November 2020 8:00 pm মালদা
৩৮ ফুটের কালী প্রতিমা বিসর্জন ঘিরে উন্মাদনা এলাকায় : ক্রেন এনে বিসর্জন প্রতিমার


দেবাশীষ পাল ( মালদা ) :  হয়ে গেলো ৩৮ ফুটের  বুলবুলচন্ডী বাজার সার্বজনীন শ্রী শ্রী কালী কমিটির বিসর্জনে এদিন সকাল থেকে পুজো আর্চনার মধ্যে দিয়ে প্রথমে ঘট বিসর্জনের মধ্যে দিয়ে মাতলো বুলবুলচন্ডী তথা হবিবপুর ব্লকের বাসিন্দারা।গতবার এই ৩৮ ফুটের কালী বিসর্জন করার সময় দুর্ঘটনা ঘটে তার কারণে এবছর প্রশাসন ও কমিটির তরফে একটু অন্য রকম ভাবে কালী প্রতিমার বিসর্জন করা হয় এবছর ক্রেন দিয়ে টেনে  বিসর্জন করা হয় করোনা ফলে এবছর আতসবাজি বন্ধ রাখা হয়েছে ঢাক বাজিয়ে সর্তকের সাথে বিসর্জন করাহয়।উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ কালি পূজো হয় এখানে। কোনো থিমের চমক নয়। প্রতিমার সৌন্দর্য ও পুজোর নিষ্ঠাই এখানকার বিশেষত্ব। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী বিহার, ঝাড়খণ্ড  পুজো উপলক্ষে প্রায় দুই সপ্তাহ  রাখা হয় এই কালি আর এই কালি বিসর্জনের পর্বও আকর্ষণীয় এই পুজোর। মণ্ডপ থেকে প্রায় ৫০০ মিটার দূরে নিয়ে গিয়ে বিসর্জন হয়। বাঁশের মাঁচা করে ভক্তরা টেনে নিয়ে গিয়ে স্থানীয় একটি জলাশয়ে প্রতিমা বিসর্জন হয়।কিন্তু গত বছর দূর্ঘটনা ঘটায় এবছ ক্রেন দিয়ে বিসর্জন করা হয়। এবছর বিসর্জন পর্বে সমাবেত হন কয়েক হাজার মানুষ।।





Others News